ঢাকা (দুপুর ১:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০১:২৭, ২৯ জুলাই, ২০২২

ভোলার বোরহানউদ্দিনে ১৩ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ আঃ করিম (৪৫) ও লিমন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিমউদ্দিন লঞ্চঘাটে ফারহান ৮ লঞ্চের ভিআইপি কেবিন থেকে তাদের আটক করা হয়। আটককৃত আঃ করিম কুমিলা জেলার দক্ষিন সদর থানার শ্রিমন্তপুর গ্রামের; মৃত আঃ মজিদের ছেলে ও লিমন কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ ঠাকুর পাড়ার; হুমাইনের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত জেলা মাদক ব্যবসায়ী।

মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে ফারহান-৮ লঞ্চে অভিযান চালিয়ে, ভিআইপি কেবিন থেকে আঃ করিম ও লিমন নামের দুইজনকে ১৩ কেজি ৫শত গ্রাম (সাড়ে তের কেজি) গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT