ঢাকা (সকাল ১১:৪৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় মাথাবিহীন অজ্ঞাত দুই যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১১:০১, ৮ এপ্রিল, ২০২১

ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নে মাথাবিহীন অজ্ঞাত পরিচয় আগুনে ঝলসানো দুই যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাশের ভূইয়া বাড়ির বাগানে এ লাশ দুটি লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার অফিসার ইন-চার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাড়ে ভূইয়া বাড়ির বাগানে মাথাবিহীন আগুনে ঝলসানো দুইটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফিতা দিয়ে ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে।

ধারনা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা বিচ্ছিন্ন করে আগুন দিয়ে শরীরের প্রায় ৮০ ভাগ অংশ ঝলসে দেওয়া হয়েছে। এছাড়া লাশ শনাক্তসহ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তারা কাজ করছেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন বলেন, নিহতের বয়স আনুমানিক একজনের ৩৫/৪০, আরেক জনেন ১৫/২০ বছর হবে। একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস। এরা প্যান্ট পরা ছিল। সাথে একটি কাধব্যাগ ছিল। ব্যাগের ভিতরে স্পা পানির ছোট বোতল, আয়না, বড় স্মার্ট ফোন, সাদা ও লাল গেঞ্জি, একট ছাতা ও ক্যাপ ছিল। লবণ রাখার সাদা কৌটা ও ছোট পেপসোডেন্ট টুথপেস্ট পাওয়া গেছে।

তিনি আরো জানান, বরিশাল থেকে সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শনে আসার পর আগুনে ঝলসানো লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মস্তক না থাকায় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি। বিভিন্ন থানায় এ ঘটনায় ম্যাসেজ পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT