ঢাকা (দুপুর ১২:১২) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় বিদ্যূৎস্পৃষ্টে এক বৃদ্ধ নিহত

ভোলা জেলা ২৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:১১, ১ জুন, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে দু’তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রব মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে লালমোহন উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব মিয়া, লালমোহন পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সবুজবাগ মহল্লার বাসিন্দা এবং তিনি অগ্রনী ব্যাংক লালমোহন শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

জানাগেছে, সোমবার দুপুরে আব্দুর রব মিয়া তার নিজ মালিকানাধীন দু’তলা ভবনের ছাদে বসে বৃষ্টির জমানো পানি নিস্কাশন করছিলেন। এসময় ছাদের পাশ ঘেষা বিদ্যূৎতের হাই ভোল্টেজ লাইনের সাথে অসাবধানতাবসত লেগে যান তিনি । এ সময় তিনি বিদ্যূৎস্পৃষ্ট হলে তার শরীরে আগুন ধরে যায় এবং আগুন জ্বলসানো অবস্থায় নিচ তলায় রাস্তার উপর ছিটকে পরেন। পরে স্থানীয় ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় লালমোহন হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT