ঢাকা (সকাল ১০:০৬) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ঝড়ো বাতাসে গাছ ভেঙ্গে পড়ে এক বৃদ্ধ নিহত

ভোলা জেলা ২৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১১:০১, ২০ মে, ২০২০

ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে ঝড়ো বাতাসে একটি গাছ ভেঙ্গে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৬৫) নামে এক বৃদ্ধের নিহত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ আইচা-চরফ্যাশন সড়কের করিম পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরের দিকে ঐ বৃদ্ধ বয়স্ক ভাতা উত্তোলন করার জন্য মোটরসাইকেলে শশীভূষণের দিকে যাচ্ছিলেন। এ সময় দক্ষিণ আইচার করিম পাড়া এলাকায় আসলে হঠাৎ ঝড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ চরফ্যাশন হাসপাতালে থেকে তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT