ঢাকা (সকাল ১০:৫৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার শশীভূষণে ওয়ারেন্টভূক্ত ছয় আসামী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ০৩:০৩, ৮ মার্চ, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ছয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাতে উপজেলার শশীভূষণ থানার চৌকস ও মেধারী উপ-পরির্দশক (এসআই) দ্বীপাংকর কর্মকার, উপ-সহকারী পরির্দশক (এএসআই) মো. মনিরুজ্জামান ও শওকতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জাহানপুর, রসুলপুর ও চরকলমী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে মাহে আলম, শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জহুর আহম্মদ হাওলাদারের ছেলে মফিজ মাঝী, জাহাঙ্গীর, মফিজ মাঝীর ছেলে জসিম, রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তাজল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন ও চরকলমী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আছতম আলী ছেলে শাহে আলম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা ২০১৯/২০ ও ২১ সালের বিভিন্ন মামলায় ওয়ারেন্টনভুক্ত পলাতক আসামী ছিল। মঙ্গলবার সকালে তাদেরকে চরফ্যাশন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT