ঢাকা (রাত ১০:১৫) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার মনপুরায় গাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

ভোলা জেলা ২৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:০২, ১৯ মে, ২০২০

ভোলা প্রতিনিধি:   ভোলার মনপুরা উপজেলায় গাছ থেকে পড়ে মো. বেচু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ই মে) সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. বেচু মিয়া তিনি স্থানীয় উপজেলা মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মফিজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বেচু মিয়া মঙ্গলবার সকালে নিজ বাড়ির গাছের ডালা কাটার জন্য গাছে উঠেন। হঠাৎ করে পা পিছলে নীচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুর সংবাদ শুনার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় স্বজনদের কান্না আর আহাজারিতে ঐ এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
এব্যাপারে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT