ঢাকা (রাত ১০:৫৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার চরফ্যাসনে ৮০ পিস ইয়াবা সহ এক নারী আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৩০, ১৯ এপ্রিল, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে মোসাঃ পিয়ারা বেগম(৩৮) নামের এক নারীকে ৮০ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ। রবিবার(১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলা আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ড নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোসাঃ পিয়ারা বেগম একই এলাকার নুর করিমের স্ত্রী।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) আজিজুর রহমার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মোসাঃ পিয়ারা বেগম নামের এক নারীকে ৮০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এসময় তার স্বামী নুর করিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
চরফ্যাসন থানার ওসি মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছারা এই মামলায় তার স্বামী সহ দু’জন অজ্ঞাত আসামী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT