ঢাকা (সকাল ১০:৪০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

ভোলা জেলা ২২২১ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:৩৮, ১৯ নভেম্বর, ২০২২

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী শিশুসহ ৪ আহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার ফরাজী বাজারের উত্তর পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী ও ১ জন মোটরসাইকেল চালক। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। সকালে তারা চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ শনিবার সকাল উপজেলার ফরাজী বাজারের উত্তর পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলটি বাসের সামনের অংশে সংঘর্ষ লেগে ধুমরে মুছরে যায়। এসময় মোটরসাইকেলে থাকা ২টি শিশু, ১নারী ও মোটরসাইকেল চালকসহ ৪জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেল চালক রুবেল ও তার ছেলে হাসান  কে বরিশাল প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT