ঢাকা (রাত ১:৪৫) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় ভূয়া জ্বীনের বাদশা র‌্যাব’র জালে

ভোলা জেলা ২২০১ বার পঠিত
ভোলায় ভূয়া জিনের বাদশা র‌্যাব'র জালে
ভোলায় ভূয়া জিনের বাদশা র‌্যাব'র জালে

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock রবিবার সকাল ১১:০৩, ৪ ডিসেম্বর, ২০২২

ভোলার বোরহানউদ্দিন থেকে ভূয়া পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হুজুর নামের এক জ্বীনের বাদশাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শনিবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টায় উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের চাঁদনীর হাট এলাকায় নির্মানাধীন ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওই ভূয়া পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হুজুর জ্বীনের বাদশার আসল নাম মো. নাজিম উদ্দিন হাওলাদার (২৫)। সে উপজেলা কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর ভোলার মিডিয়া সেল সূত্রে জানাযায়, ভূয়া জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ বরিশাল নজরে আসে। এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্ত এ বিষয়ের সত্যতা পাওয়া যায়।

গতকাল শনিবার ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. জামালউদ্দিনের নেতৃত্বে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের চাঁদনীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া জ্বীনের বাদশা পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হুজুর নাম ধারণকারী জ্বীনের বাদশা মো. নাজিমউদ্দিন হাওলাদারকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে জ্বীন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়।

আটককালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ-৬ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত জ্বীনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নাম্বার, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে প্রতারনার কথা স্বীকার করে।

ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। মিডিয়া সেল আরো জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT