ঢাকা (রাত ১০:৫৪) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখা নিসচা’র প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:২৮, ২৫ নভেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরশহরের একটি অভিজাত হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১লা ডিসেম্বর সিলেটে নিরাপদ সড়ক চাই- নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।

বড়লেখা নিসচা’র সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা নিসচা’র আহবায়ক তাহমীদ ইশাদ রিপন।

সভায় বক্তারা আগামী ১লা ডিসেম্বর নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বড়লেখা’সহ সমগ্র সিলেট বাসীর প্রতি আহ্বান জানান এবং
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ব্যানার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয় এবং নিসচার সকল নেতৃবৃন্দ যথাসময়ে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে স্বার্থক ও সফল করার জন্য অনুরোধ করা হয়।

এছাড়াও বক্তারা সম্প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুটিকয়েক পরিবহণ সংগঠন ও শ্রমিকদের নেতিবাচক কর্মকান্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন- নিসচা’র কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান ফয়ছল আলম স্বপন, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, মাস্টার খালেদ আহমদ, সিরাজুল ইসলাম শিরুল, মাওলানা মাসুম আহমদ, রমা কান্ত দাস, আহমেদ নোমান, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল নোমান, আলী হোসেন, ইসহাক আহমদ, লিমন আহমদ, মাছুম আহমদ প্রমূখ।

উল্লেখ্য, এবার জাতীয়ভাবে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে পালন করার সিদ্ধান্ত নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। ওইদিন সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। র‍্যালী পরবর্তী সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT