বড়লেখায় গ্রাম থেকে পৌর শহরে পৌছিল করোনা, মোট আক্রান্ত ২
মোঃ কামরুজ্জামান সোমবার দুপুর ০২:০৬, ২৭ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এবার এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী ওই নারীর করোনা পজিটিভ আসে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস তথ্যটি নিশ্চিত করে বলেন, এ নিয়ে উপজেলায় মোট দুইজন করোনায় আক্রান্ত হলেন। এবার যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী। এ স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, আক্রান্ত নারীর বাসা বড়লেখা পৌর এলাকায়। রোববার ভোরেই তার বাসা লকডাউন করা হয়েছে। দ্বিতীয় আক্রান্ত নারীর বাসা উপজেলা পরিষদ এলাকায় হওয়ায় আশপাশের এলাকা সোমবার ভোরেই লকডাউন করেছে প্রশাসন। তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। এদিকে রোববার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৮জনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার মাঝে একজন বড়লেখার।