ঢাকা (বিকাল ৩:৪৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock বুধবার রাত ১১:০৫, ৯ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় উক্ত কর্মশালার আয়োজন করেছে।

এতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন, পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা, শতকরা ৪০ ভাগ যুবককে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনাসহ ৫টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ ৫০ জন প্রতিনিধি উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপের অভিমত উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT