ঢাকা (রাত ১১:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি : ভোক্তাঅধিকার আইনে ৭ দোকানকে জরিমানা

ভোক্তাঅধিকার আইনে ৭ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০২:২৭, ১৯ নভেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভোক্তাঅধিকার আইনে অতিরিক্ত দামে বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৭ দোকান কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়,অতিরিক্ত দামে লবণ সহ বিভিন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না দোকানের সম্মূহে না ঝুলানোর অপরাধে বড়লেখা পৌর শহরের সাতটি দোকানের মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান ও ভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ভোক্তাঅধিকার আইনে ৭ দোকানকে জরিমানাউল্লেখ্য বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।পাশাপাশি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলি বাজারের কাউছার ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার এবং ইমন ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার অজিত ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার ও শ্রী-দুর্গা ভেরাইটিজ স্টোরকে পাঁচ হাজার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের ব্যবসায়ী আব্দুস শুক্কুর কে দশ হাজার টাকা এবং সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী বিষাণ ভেরাইটিজ স্টোর কে পাঁচ হাজার টাকা এবং শাহাব উদ্দিনকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT