ঢাকা (রাত ৪:৩৬) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বড়দহ সেতুর টোল আদায় বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তারিক আল মুরশিদ,গাইবান্ধা তারিক আল মুরশিদ,গাইবান্ধা Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৬, ৫ জানুয়ারী, ২০২১

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কের করতোয়া নদীর উপর নির্মিত বড়দহ সেতুর আরোপিত টোল মওকুফের দাবিতে রাখালবুরুজ, হরিরামপুর ও নাকাই ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চলের জনসাধারণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

সকাল দশটায় বড়দহ সেতুর দুই ধারে দাঁড়িয়ে এলাকার হাজার হাজার নারী পুরুষ ব্যানার হাতে টোল মওকুফের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে টেল মওকুফের দাবীতে বিক্ষোব সমাবেশ অনুষ্টিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বড়দহ সেতুর টোল মওকুফ বাস্তবায়ন কমিটির সভাপতি সাকোয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক ও হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার,হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল,যুবলীগের সভাপতি ফিরোজ,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহারুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দেবাশীষ পোর্দ্দার,রফিক,রাখালবুরুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিটু,হরিরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সফল প্রধানমন্ত্রী, মাানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান বন্যাকবলিত অবহেলিত এই এলাকার অসহায় মানুষের দিকে তাকিয়ে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে বড়দহ সেতুর টোল মওকুফ করবেন।

অন্যথায় এলাকার সাধারণ মানুষদেরকে সঙ্গে কাফনের কাপড় পড়ে সেতুর উপর শুয়ে আমরন অনশনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT