ঢাকা (সকাল ৬:৫১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় গৌরীপুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার বিকেল ০৫:৩৯, ১১ জানুয়ারী, ২০২১

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহ গৌরীপুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।

মেয়র পদে শফিকুল ইসলাম হবি (আওয়ামীলীগ মনোনীত)- নৌকা, আতাউর রহমান (বিএনপি মনোনীত)- ধানের শীষ, আবু সাঈদ মো: ফারুকুজ্জামান (ন্যাপ মনোনীত)- কুঁড়েঘর, সৈয়দ রফিকুল ইসলাম (স্বতন্ত্র)- নারিকেল গাছ, আব্দুল কাদির (স্বতন্ত্র)- মোবাইল ফোন, আবু কাউসার চৌধুরী রন্টি (স্বতন্ত্র)- চামচ ও তাহরিমা আক্তার চুমকী (স্বতন্ত্র)- জগ।

সংরক্ষিত মহিলা আসনে ১,২,ও ৩নং দিলুয়ারা আক্তার- চশমা, মোছা: কবিতা আক্তার- জবাফুল ও তানজিলা হাবিবা রিমি- আনারস।

৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শিউলী চৌধুরী- চশমা, মোছা: রোজিনা আক্তার চৌধুরী- অটোরিস্কা, মোছা: সেলিনা খাতুন- জবাফুল, মোছা: শামিমা সুলতানা- আনারস ও জোহরা বেগম- টেলিফোন।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জেসমিন আক্তার- চশমা, জ্যোতি রাণী সরকার- আনারস, মোছা: জহুরা আক্তার- টেলিফোন, সালেহা আক্তার- জবাফুল, জয়ন্তী রাণী দাস- অটোরিক্সা ও মোছা: মনোয়রা বেগম- আংটি।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দেওয়ান মাসুদুর রহমান খান সুজন- পানির বোতল, আব্দুর রউফ মোস্তাকিম- উটপাখি, মো: নাহিদ পারভেজ- পাঞ্জাবী, বিপুল কুমার চন্দ- টেবিল ল্যাম্প, মো: মোজাম্মেল হোসেন- ডালিম ও প্রদীপ বাগচী- গাজর।

২নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন বাচ্চু- ডালিম, মো: মোস্তফা কামাল- টেবিল ল্যাম্প ও মো: মতিউর রহমান- উটপাখি।

৩নং ওয়ার্ডে মো: মাসুদ মিয়া রতন- পানির বোতল, মো: তারিফ উদ্দিন আকন্দ- পাঞ্জাবী ও শাহ আরমান কবীর- উটপাখি।

৪নং ওয়ার্ডে মো: নুরুল ইসলাম- ডালিম, মো: গোলাম আলিমেল হাকিম মুন্সী- পাঞ্জাবী, মো: আশরাফুল ইসলাম খান- উটপাখি, ও মো: যোবায়ের সোহান- পানির বোতল।

৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া- ব্ল্যাক বোর্ড, মো: আবুল হোসেন- পানির বোতল, মো: শাহিদুল ইসলাম শহীদ- পাঞ্জাবী, মো: সাজ্জাদুর রহমান- টেবিল ল্যাম্প ও মো: জাইদুল ইসলাম- উটপাখি।

৬নং ওয়ার্ডে মো: এমরান মুন্সী- উটপাখি, মো: মোখলেছ- ব্লাকবোর্ড, মোহাম্মদ শাহ আলমগীর কবীর- ডালিম, জাহাঙ্গীর আলম- পানির বোতল, মো: আনোয়ার হোসেন মীর- পাঞ্জাবী।

৭নং ওয়ার্ডে মো: নাজিম উদ্দিন- পাঞ্জাবী, মো: এমদাদুল হক- উটপাখি, মো: আবু সুফিয়ান- ব্রিজ, আজিজুল ইসলাম- ডালিম ও মো: রফিকুল ইসলাম- পানির বোতল।

৮নং ওয়ার্ডে মো: সাদেকুর রহমান সাদেক- টেবিল ল্যাম্প, মো: সাইফুল ইসলাম- ডালিম, আল সানিয়ান সানি- পাঞ্জাবী, মো: আব্দুল বারেক- উটপাখি, কাজী গোলাম মোস্তফা- ব্লাকবোর্ড ও মো: আনোয়ারুল ইসলাম খান- পানির বোতল।

৯নং ওয়ার্ডে এস এম আলী আহাম্মদ- ডালিম, মো: আরিফুল ইসলাম ভূইয়া- উটপাখি , মো: লাল মিয়া পানির- বোতল, মো: রিপন মিয়া- পাঞ্জাবী, রবিকুল- টেবিল- ল্যাম্প।

আগামী ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT