বেড়েই চলছে খেলাপি ঋণের পরিমাণ
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০২:১৮, ১২ আগস্ট, ২০২২
বকেয়া কিস্তি পরিশোধে ছাড় এবং পুনঃতফসিলের সুযোগ দিয়েও কাজ হচ্ছে না। গত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, জুন শেষে মোট খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৭৫ কোটি টাকা। গত মার্চে যার পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১ হাজার ৮১৬ কোটি টাকা।
শুধু টাকার অঙ্কে নয়, শতকরা হিসাবেও খেলাপি বেড়েছে। গত জুন শেষে অনাদায়ী এ ঋণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। মার্চে যা ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।
গত ১৮ জুলাই ঋণ পুনঃতফসিলে ব্যবসায়ীদের বড় ছাড় দিয়ে নতুন নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সেসময় পরিশোধের সময়সীমা বাড়ানোসহ নগদ এককালীন জমা দেয়ার হার কমানো হয়।
পরে ৩ আগস্ট সংশোধনী দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে ঋণ খেলাপিদের আরও ছাড় দেয়া হয়। অনাদায়ী ঋণ কমানোই ছিল এসবের মূখ্য উদ্দেশ্য।