ঢাকা (সকাল ১১:৪১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্থ একজন মানুষও না খেয়ে থাকবে না বলে দাবী গাইবান্ধা জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১১:৩৬, ১৭ জুলাই, ২০২০

বন্যায় ক্ষতিগ্রস্থ একজন মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী সকল বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রিত পরিবারগুলো পাবেই। গাইবান্ধার সাঘাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রিত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন এসব কথা বলেন।

উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে সাঘাটা টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউট চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, দূর্যোগ ব্যবস্থাপনা জেলা কর্মকর্তা ইদ্রিস আলী ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সুফল প্রকল্প (এসোড) এর ইনচার্জ কৃষিবীদ মহিদুল, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আখন্দ, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ। ওই দিন একই স্থানে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ভিত্তিক প্রস্তুতি মূলক সুফল প্রকল্প (এসোড) এর আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT