ঢাকা (রাত ১২:২৯) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বগুড়াতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার রাত ১০:৩১, ৩১ ডিসেম্বর, ২০২০

বগুড়াতে সময় টেলিভিশনের প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালন করা হয়।

ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে রাখেন, বাংলাদেশ বেতারের নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এমআর রকি, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, অবজার্ভারের নওগাঁ প্রতিনিধি ওবাইদুল হক, একাত্তর টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক ও বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল। এতে জেলার কর্মরত গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তরা বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্র দিয়ে কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির উপর স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নিয়ে বেদম মারপিট করা হয়। অথচ এই ন্যাক্কারজনক ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনো আসামীদের গ্রেপ্তার করতে পারিনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন সাংবাদিক মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT