ঢাকা (রাত ৪:৪১) শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রি মেডিক্যাল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে রাণীনগরে

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৪৫, ১৫ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোল্লা ফ্রি মেডিক্যাল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাম্পিং এ ডেন্টাল, চুক্ষু, সার্জারী, মেডিসিন, গাইনী ও জন্মগত ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হবে। এছাড়াও গরীব রোগীদের জন্য চক্ষু চিকিৎসা, ঔষুধ ও চশমা প্রদানসহ ছানি পড়া রোগীদের বগুড়া জেলায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মজিবর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের প্রাক্তন ডিন ও ম্যাস্কিলোফেসিয়াল সার্জরী ডিপার্টমেন্ট বিএসএমএমইউ এর ফাউন্ডার’র চেয়ারম্যান অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লা’র সার্বিক সহযোগিতায় ও মোল্লা পরিবারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২০১৯ইং রোজ: শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী এই ক্যাম্পিং রাণীনগর সদরের বিষ্ণপুর দিঘীরপাড়া মোল্লাবাড়িতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লা তার নিজ এলাকা রাণীনগরের গরীব অসহায় ও সাধারণ মানুষদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রতিবছরই উক্ত ক্যাম্পের আয়োজন করেন বলে জানা গেছে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT