ঢাকা (রাত ৮:০৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে রহনপুরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:১৩, ১ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১ মার্চ) সকালে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ।

এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. নাজমুল হুদা রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর স্টেশন বাজার সংলগ্ন নিমতলায় গিয়ে শেষ হয়।

এ সময় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মো. মতিউর রহমান খাঁন, নাচোল পৌর মেয়র মো. আবদুর রশিদ খাঁন ঝাল্লু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খুরশেদ আলম বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বুলবুল, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হালিমা খাতুন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র মো. তারেক আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা শবনম কেয়া, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে সেরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, পারভেজ শেখ, ইয়াহিয়া খান রুবেল, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয় প্রমুখ।

বক্তারা রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রুপান্তরিত ও অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, রহনপুর রেলবন্দর এখন সময়ের দাবী। প্রয়োজনীয় জায়গা থাকার পরও কোন একটি কুচক্রী মহল ৩ উপজেলার উপযুক্ত স্থানে পূর্ণাঙ্গ রেলবন্দও স্থাপনে বাধা সৃষ্টি করছে। আর তাই যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ২ ঘণ্টা অবস্থান ধর্মঘট ও ৫ মার্চ শনিবার থেকে আমরণ অনশন ঘোষণা করা হয়।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবীতে করা আন্দোলনে উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT