করোনাভাইরাস : পীরগাছা লকডাউন ঘোষণা !
নিজস্ব প্রতিনিধি সোমবার বিকেল ০৪:৪৪, ৪ মে, ২০২০
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় আরো একজন ব্যাংক কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে দুই দিনে উপজেলায় মোট তিন জন করোনা রোগী শনাক্ত করা হয়। জানা যায়, করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তি মো. মাহমুদ (২৫) ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংকিং) উপজেলার পাওটানাহাট শাখায় ক্যাসিয়ার হিসেবে কর্মরত। তার বাড়ি মিঠাপুকুর উপজেলায়।
গত ৩০ এপ্রিল পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রোববার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তিনি করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার ভর্তি হন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাতেই তিনি পালিয়ে যান।
এদিকে করোনা আক্রান্তের খবর নিশ্চিত হলে ওই কর্মকর্তার ভাড়া বাসার মালিক তাকে তালাবদ্ধ করে রেখেছে বলে জানা যায়।
এর আগে গত ১মে শুক্রবার পীরগাছা থানার এসআই রিয়াজুল ইসলাম ও উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শারমিন আক্তার নামের এক গৃহবধূ আক্রান্ত হয়। এ নিয়ে মোট (শেষ খবর পাওয়া পর্যন্ত) পীরগাছায় ৩জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ ৪মে সোমবার থেকে ১০মে রবিবার পর্যন্ত পীরগাছা লকডাউন ঘোষণা করেছে পীরগাছা বাজার মালিক ব্যবসায়ী সমিতি।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধানকে ফোন করেও তার মন্তব্য পাওয়া যায়নি।