ঢাকা (রাত ১২:২৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পীরগাছায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:০১, ১৫ আগস্ট, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও পীরগাছার কৃতিসন্তান টিপু মুনশি এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ আরও অনেকে। পরে শোকসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে দিনের শুরুতেই উপজেলা পরিষদ চত্ত¡রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে তৈরি ম্যুরালটি উপজেলা পরিষদের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। ম্যুরালের বেদিতে ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT