পীরগাছাসহ রংপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬
মোঃ কামরুজ্জামান রবিবার রাত ১০:৫৯, ১৯ জুলাই, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে রংপুর সদরে ১৩, মিঠাপুকুর উপজেলায় ১, বদরগঞ্জ উপজেলায় ৪, কাউনিয়া উপজেলায় ২, গঙ্গাচড়া উপজেলায় ৪ জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৫৩। এর মধ্যে আজ রোববার (১৯ জুলাই) পীরগাছা উপজেলায় নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন-উপজেলার অন্নদানগর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলাম (৬৫) ও শহিদুল ইসলাম (৬২)। তারা দুজন আপন দুই ভাই বলে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৫৩ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৩ জন, চিকিৎসাধীন ৮ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।