ঢাকা (রাত ১০:৫৭) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগাছাসহ রংপুর জেলায় আজ করোনা আক্রান্ত হয়েছে ৩৭

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:২৭, ১১ জুলাই, ২০২০

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে রংপুর জেলা পুলিশ (গঙ্গাচড়া) ১, রংপুর মেট্রো পুলিশ ২, রংপুর কোতোয়ালী ১, গঙ্গাচড়া উপজেলায় ৫, বদরগঞ্জ উপজেলায় ১, পীরগঞ্জ উপজেলায় ১, রংপুর মেট্রো এলাকায় ২৫ জন। এদের মধ্যে খাসবাগ ১, উত্তর বাবুখাঁ ১, নিউ শালবন ৪, কামাল কাছনা ১, কেরানিপাড়া ২, মুন্সিপাড়া ১, লালকুঠি ১, পীরজাবাদ ৩, সেন্ট্রোল রোড ১, রমেক নার্স ২, হাজীপাড়া ২, বাহার কাছনা ১, উত্তম বেতারপাড়া ১, মেডিকেল পূর্বগেইট ১, কোবার ১, কামারপাড়া ১, খলিফাপাড়া ১ জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪৭। এর মধ্যে আজ শনিবার (১১ জুলাই) পীরগাছা উপজেলায় নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি হলেন-উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের আব্দুল মতিন মিয়া। উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৪৭ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ জন, চিকিৎসাধীন ৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT