ঢাকা (রাত ১:৪৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পিতা মাতার উপর অভিমান করে সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:৫৯, ১ মে, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় পিতা মাতার উপর অভিমান করে এক মাদ্রাসা ছাত্র আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে আজ ৩০ এপ্রিল-২০২০ সকাল ৯টার দিকে সদরের আড়ুয়াখালী গ্রামের অজিত সরদার এর ছেলে আরাফাত সরদার (১৮)। পিতা মাতার উপর অভিমান করে আত্নহত্যা করেছেন, এবিষয়ে ওই মাদ্রাসা ছাত্রের চাচা ছহিলুদ্দীন সরদার বলেন, আজ সকালে আমার ভাইপোকে খামারের পোল্ট্রি মুরগীর খাদ্য দিয়ে আসতে বলে তার বাবা। তখন সে পোল্ট্রি খামকরে খাদ্য দিতে যেতে অপারগতা প্রকাশ করায়, আমার ভাইপোকে বকা দেয় আমার ভাই আজিত সরদার। এরপর সে তার ঘরে যেয়ে ঘরের দরজা আটকে দেয় এবং আড়ার সাথে ওড়না বেঁধে গলায় পেচিয়ে আত্মহত্যা করে। এরপর আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং উড়না কেটে লাশ নিচে নামায়। সাতক্ষীরা থানার এসআই কবির হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT