ঢাকা (সন্ধ্যা ৬:২১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নড়াইল-১ আসনে আ:লীগের মনোনয়ন পেলেন কবিরুল হক এলাকায় চলছে উৎসব-আমেজ

নড়াইল-১ আসনে আ:লীগের মনোনয়ন পেলেন কবিরুল হক

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৮:৩৯, ২৬ নভেম্বর, ২০১৮

ইকবাল হাসান,নড়াইল: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইল-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বারবার নির্বাচিত সংসদ সদস্য জননন্দিত নেতা কবিরুল হক মুক্তি। সোমবার সকালে তিনি দলের সভানেত্রী স্বাক্ষরিত মনোনয়নপত্রের চিঠি হাতে পেয়েছেন।
আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় নড়াইল-১ নির্বাচনী এলাকায় চলছে উৎসব-আমেজ।
নড়াইল-১ আসনে আ:লীগের মনোনয়ন পেলেন কবিরুল হকসূত্র জানায়, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন রোববার ঘোষণা করা হলেও নড়াইল-১ সহ কয়েকটি আসনে ঘোষণা স্থগিত রাখা হয়। এ নিয়ে নড়াইলে রাজনৈতিক ও বিভিন্ন মহলে তোলপাড়ের সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষেরই ধারণা হয় বোধয় নড়াইল-১ আসনটি জোটে ছেড়ে দেয়া হচ্ছে তাই ঘোষণা দেয়া হয়নি। বিষয়টি নিয়ে সমগ্র নড়াইল জেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কবিরুল হক মুক্তিকে দলীয় মনোনয়ন দেয়ায় দলীয় নেতা-কর্মী,সমর্থক ও সাধারণ মানুষ যেন আনন্দের বণ্যায় ভাসছে সোমবার দুপুরে লোহাগড়া পৌর মেয়র মোঃ আশরাফুল আলম পৌর কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে
মিষ্টি বিতরণ করেছেন। কালিয়া ও নড়াগাতি থানার বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় কবিরুল হক মুক্তির সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT