ঢাকা (রাত ১২:৫৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে শ্রমিককে হত্যার অভিযোগ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার রাত ১১:১২, ২০ জানুয়ারী, ২০২১

নড়াইলের লোহাগড়ায় বালু জাহাজ শ্রমিক আজমল ফারাজিকে(৩৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজমল কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত মোজাফফর ফারাজির ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

পুলিশ ও আজমলের পরিবারের সদস্যরা জানান, আজমল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম এলাকায় নবগঙ্গা নদীতে বালুর জাহাজে কর্মরত ছিলেন। তিনি বাবুর্চির কাজ করতেন। গত মঙ্গলবার রাতে আজমলের লাশ তাঁর সহকর্মী শ্রমিক মিল্টন তাঁদের বাড়িতে দিয়ে আসেন। তখন পরিবারের সদস্যদের মিল্টন জানান, আজমল হৃদরোগে মারা গেছেন। পরে দেখা যায় আজমলের মাথায় আঘাতের চিহ্ন। বিষয়টি লোহাগড়া থানাকে জানানো হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে নড়াইল সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজ মালিক ডালিম ও শ্রমিক মিল্টনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT