ঢাকা (রাত ১:১৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে ৩০ পিস ইয়াবাসহ আটক ছাত্রলীগের দুই নেতা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:৪৬, ৬ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহ সভাপতি সফিকুল ইসলামকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (০৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার রামখানা ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এরশাদুল হক মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে সফিকুল ইসলাম সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।নাগেশ্বরী উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ ফজলুল করিম সাজু জানান, এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে এ নিয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার তাকে সতর্কও করেছিলেন।গত দুই মাস আগে এরশাদুল হক বিয়ে করেছেন জানিয়ে ফজলুল করিম সাজু বলেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠাবো।

নাগেশ্বরী উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, এরশাদুল হকের বিরুদ্ধে আগে থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে থানা পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল।উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিয়ে করার পর ছাত্রলীগের পদ এমনিতেই থাকে না। জেলা কমিটি না থাকায় আমরা তাৎক্ষণিক কোনও ব্যবস্থাও নিতে পারছি না। তবে এরশাদুল হক ও সফিকুল ইসলামকে সংগঠন থেকে বহি:ষ্কারের সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হবে।
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা এরশাদুল হককে পূর্বে সতর্ক করা হয়েছিল জানিয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বলেন, গত রাতে তাকে ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ কুড়িগ্রামের অফিসার ইন চার্জ (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ও তিনি আরও জানান গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT