ঢাকা (রাত ১২:৫৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপু‌রে বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদ‌লের ৪৩তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী প‌া‌লিত

মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বুধবার বিকেল ০৫:২৮, ২৭ অক্টোবর, ২০২১

টাঙ্গা‌লের নাগরপু‌রে বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদ‌লের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২১ পা‌লিত হ‌য়ে‌ছে।

২৭‌শে অ‌ক্টোবর(বুধাবার) বিএন‌পির দলীয় কার্যাল‌য়ে আলোচনা সভা ও আনন্দ র‌্যালীসহ অন‌্যান‌্য কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযা‌পিত হ‌য়ে‌ছে।

নাগরপুর উপ‌জেলা যুবদ‌লের আহব্বায়ক মোঃ ফ‌নির হো‌সেন ভূইয়ার সভাপ‌তি‌ত্বে ও দ‌লের সদস‌্য স‌চিব র‌ফিকুল ইসলাম মোল্লা দিপ‌নের সঞ্চালনায় এসময় আ‌লোচনা সভায় প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সা‌বেক পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল এর নির্বাহী ক‌মি‌টির এবং বাংলা‌দে‌শ কৃষক দল সহ-সভাপ‌তি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

এছাড়াও বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, নাগরপুর উপ‌জেলা বিএন‌পির ভারপ্রাপ্ত আহব্বায়ক বীর মু‌ক্তি‌যোদ্ধা এম এ ছালাম, জাসস কেন্দ্রীয় সংসদ এর যুগ্ন সাধারণ-সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, নাগরপুর উপ‌জেলা বিএন‌পির যুগ্ন আহব্বায়ক আহম্মদ আলী রানা ও হা‌বিবুর রহমান হ‌বি সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা‌সেবক দ‌লের অন‌্যান‌্য নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT