ঢাকা (সন্ধ্যা ৬:৩৪) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগরপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বুধবার দুপুর ০২:০৫, ১১ নভেম্বর, ২০২০

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ের দাসপাড়া নামক স্থানে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরী সহ ৩ নিহত হয়েছে।

এদের মধ্যে ১ জন ঘটনাস্থলেই মারা যায়। অপর ২ জনকে নাগরপুর সদর হাসপাতে নেয়া হলে মৃত্যুবরণ করে।

নিহতরা হচ্ছে দেলদুয়ার উপজেলার বারেক মিয়ার ছেলে শুভ আক্রার সানী (১৮) টাংগাইল সদর উপজেলার কাগমারা এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে মমতা হিয়া ওরফে সুকন্যা (১৫), করটিয়ার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পী (২২)।

নাগরপুর থানার ওসি তদন্ত মো. বাহালুল খান বাহার জনান, গতরাতে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ১ জন নিহত হয়। পরে অপর ২ জনকে হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করে।

এই দূর্ঘটনায় মটর সাইকেলের চালকসহ তিন জনই নিহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে। ট্রাক আটক করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT