ঢাকা (রাত ৩:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে লকডাউনের প্রথম দিন ১৪টি মামলা 

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৪, ১ জুলাই, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১জুলাই বৃহস্পতিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে নাগরপুর উপজেলা প্রশাসন কর্তৃক সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন।

নির্দেশনা বাস্তবায়নে নাগরপুর সদর ইউনিয়নের নাগরপুর বাজার, কাচাঁবাজার, বেকড়া ইউনিয়নের ভালকুটিয়া, ধুবড়িয়া ইউনিয়নের তিরছা বাজার ও ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নাগরপুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য।

লকডাউন অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪টি মামলা এবং  ৪৩০০ টাকা জরিমানা করেছে এ মোবাইল কোর্ট।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান বলেন, করোনা মহামারিতে সবাই ঘরে থাকুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT