নাগরপুরে করোনা মোকাবিলার সুরক্ষা সামগ্রী দিলেন তুহিন
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ০৮:২০, ১৪ এপ্রিল, ২০২০
মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর হাসপাতাল, থানা এবং উপজেলা নির্বাহি অফিসার ইউএনও কাছে পিপিই পৌঁছে দিলেন ধুবড়িয়ার কৃতি সন্তান ট্যাগ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও বিজেএমই এর সাবেক পরিচালক মো. আশিকুর রহমান তুহিন। তুহিনের পাঠানো এ সব ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) তার পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের হাতে তুলে দেন মো. আতিকুর রহমান নিল্টু, মো. কবির হোসেন ও মো. আশিকুর রহমান নিশাত। এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে পিপিই পোশাক, সাদা চশমা, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেক্সাসল উল্লেখ্য। করোনা যোদ্ধাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হাতে পেয়ে দপ্তর প্রধানগণ মো. আশিকুর রহমান তুহিন কে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সামর্থবান সকলকেই করোনা মোকাবিলায় সবার স্থান থেকে সাধ্য মতো এগিয়ে আসতে হবে। পাশাপাশি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তবেই এ সংঙ্কট নিরসন সম্ভব হবে।