ঢাকা (রাত ২:৩৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়া নিখোঁজ হওয়া লাশ ১৫ ঘন্টা পর উদ্ধার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০৩:৩০, ৩ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঘুলুয়া গ্রামের খানিকটা দক্ষিণপাশে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির তারে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সজীব মিয়া ওরফে বাবু মিয়া(২৮) নামের এক শ্রমিক স্থানীয় ধারাম হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন । হাওরের পানিতে পড়ে নিখোঁজ থাকা ওই শ্রমিকের বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। সে ওই গ্রামের আজমত আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ছয়টার দিকে আরও ৪-৫জন শ্রমিকের সঙ্গে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা সজীব মিয়া ধানবাহী একটি ইঞ্জিত চালিত ট্রলারে করে তাঁর নিজ গ্রাম দৌলতপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌকাটি উপজেলার ঘুলুয়া গ্রামের দক্ষিণ পাশে সড়কে গেলে সেখানে পানি কিছুটা কম থাকায় নৌকাটি আটকে যায়। সেখান থেকে নৌকাটি স্থানচ্যুত করতে গিয়ে সজীব নৌকার মধ্যে থাকা একটি বাঁশের খুঁটি হাতে নেন। এ সময় ওই বাঁশটি সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎম্পৃষ্ঠ হয়ে সড়ক লাগোয়া ধারাম হাওরের পানিতে তলিয়ে যান। প্রায় পনেরো ঘন্টা পর আজ শুক্রবার সকাল ১০ টার দিকে নিখোঁজ হওয়া লাশ স্থানীয় লোকজন উদ্ধার করেছেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার সকাল ১০ টার দিকে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ধারাম হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া ওই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে পাঠানো হয়েছে ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT