ঢাকা (সন্ধ্যা ৬:২৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার রাত ০২:০২, ৩১ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে (৩০ অক্টোবর) শনিবার দুপুর ২ টার দিকে উপজেলা গণনমিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু,ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান সেলি, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য বিকাশ রঞ্জন সরকার,সাংবাদিক এনামুল হক এনাম,আনোয়ার খান পাঠান,আব্দুর রাজ্জাক, নুরুদ্দীন আহমেদ,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুল,জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান দুলাল,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফারুক ভুঁইয়া,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন খান প্রমুখ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় যারা মনোনয়ন প্রত্যাশী, জয়শ্রী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার খান পাঠান,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ এইচ এম ওয়াসিম,জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন তালুকদার,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী,সেলবরষ ইউনিয়ন থেকে,উপজেলা আওয়ামী লীগের সদস্য, সুলতান আহমদ তালুকদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি  এমআর খাঁন পাঠান,পাইকুরাটি ইউনিয়ন থেকে,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক,সাবেক উপজেলা যুবলীগ সদস্য নুর রহমান তুষার,ধর্মপাশা সদর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান সেলিম আহমেদ,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু,উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক এনামুল হক এনাম,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন।

বর্ধিত সভার আগে বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে, সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে উপজেলা গণমিলনায়তনে এসে বর্ধিত সভায় অংশ গ্রহণ করে।

বর্ধিত সভায় ৬টি ইউনিয়ন থেকে আসা প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT