ঢাকা (রাত ২:৫৮) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হলেন মোজাম্মেল হোসেন রুকন

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার ১২:২৭, ১৮ মে, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটির সভাপতি পদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন, ধর্মপাশা  উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন।

১৭ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সভা কক্ষে সভাপতি পদে নির্বাচন উপলক্ষ্যে, অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ সমর্থন পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মাদ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, উক্ত সভার আহব্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্যদের মধ্যে ছিলেন, সাংবাদিক মোঃ মোবারক হোসাইন, মোবারক হোসাইন সেলিম, শাহ জাকারিয়া, মফিল উদ্দিন, মোছাঃ শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিজন কুমার বর্মণ, মিতালী আক্তার আঁখি প্রমুখ।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন,  উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক, শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, সাংবাদিক রাজু ভুঁইয়া প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ,শিক্ষাই জাতির মেরুদন্ড; শিক্ষার কোন বিকল্প নাই, এই স্কুলকে উপজেলার একটি মডেল স্কুল হিসেবে রুপান্তরিত করবো, ইনশাআল্লাহ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT