ঢাকা (বিকাল ৫:১৭) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় মহানবী (সাঃ)কে নিয়ে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ০৮:৪৯, ১০ জুন, ২০২২

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুম্মাবাদ উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদ ধর্মপাশা উপজেলা শাখা।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, আহলে সুন্না ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপদেষ্টা মন্ডলীর সদস্য হায়দার জাহান খাঁন পাঠান, সহ-সভাপতি শাহজাহান কবীর, আক্কাছ শাহ্, সাধারণ সম্পাদক ইয়ার খাঁন রেজভী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক খোকন ফকির, ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত নূরী আল মোজাদ্দেদী, মাওলানা জালাল উদ্দিন জিহাদী প্রমুখ।

অন্যদিকে, একই সময়ে হাসপাতাল রোড়স্থ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত ওলামা পরিষদ ও তাওহীদি জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

কলেজ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জামিয়াতুস সাহাবা মাদ্রাসার মুহতামীম মুফতি আবুল বাশারের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা মাহমুদুল হাসান মজুমদার, মুফতি আতিকুর রহমান, হাফিজ তৌফিক আহমদ, মাওলানা জাকারিয়া, মাওলানা আজিজুর রহমান হাকীমি, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT