ঢাকা (সন্ধ্যা ৬:০১) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত 

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০৯:৫৭, ১৭ মার্চ, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠানের নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর, এক আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলা ১২ টার দিকে জনতা মডেল হাইস্কুলের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম.আর.খান পাঠানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠান, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সহ প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ তালুকদার, যুবলীগ নেতা শামসুল হুদা মনোয়ার, মামুন, রাসেল চৌধুরী, তাঁরা হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক পাখি সিংহ, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি এনামুল হক জোহা, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ ইমন, প্রচার সম্পাদক সাদাত হাসান, ছাত্রলীগ নেতা জালাল আহমেদ আকাশ, পাবেল আহমেদ কিরন, আল মোজাহিদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT