ঢাকা (দুপুর ২:৫১) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় প্রথমে মা, এবার ১৩ বছরের ছেলে সহ মোট ৩ জনের করোনা শনাক্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:৫৫, ১ মে, ২০২০

মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের এক নারী (৩০), ১৩ বছরের ছেলে ও হলিদাকান্দা গ্রামের এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলায় এবারই প্রথম ৩ জন মা ছেলে ও এক পুরুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই নারী গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। তিনি সর্দিতে আক্রান্ত ছিলেন। তবে আক্রান্ত পুরুষের শরীরে কোনো উপসর্গ ছিল না। ওই ৩ জন এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, এ উপজেলায় একজন নারী ও তার ছেলে সহ একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত সোমবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল   কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় টেনিফোনিক বার্তায় জানানো হয়েছে ফলাফলে ওই দুজনের শরীরে করোনা পজিটিভ এসেছে ও গতকাল বৃহস্পতিবার ১৩ বছরের শিশুর করোনা পজিটিভ ও বাকিদের করোনা নেগিটিভ এসেছে । বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, ইউএনও স্যারের নির্দেশে করোনায় আক্রান্ত ওই ৩ জনকে হোমকোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT