ঢাকা (সকাল ৬:৩৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় আ.লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বসতঘরে হামলা ও ভাঙচুর,গ্রেফতার ৬

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ১১:০১, ৭ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলা উদ্দিন শাহের (৬০) কর্মী সমর্থকদের নেতৃত্বে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান তালুকদারের কর্মী সমর্থকদের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার বনগাবী গ্রামে এই হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান তালুকদারের সমর্থক বনগাবী গ্রামের বাসিন্দা মুজাহিদ (৩২) বাদী হয়ে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলা উদ্দিন শাহসহ ৩৭ জনকে আসামি করে বৃহস্পতিবার গভীর রাতে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।

মামলার বিবরণ, ধর্মপাশা থানা পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদে ( ইউপি) নির্বাচন গত বুধবার (৫জানুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ওই ইউনিয়নের মীর্জাপুর গ্রামের বাসিন্দা সুলতান তালুকদার। আর চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন একই ইউনিয়নের পাশের বনগাবী গ্রামের বাসিন্দা আলা উদ্দিন শাহ।

৫জানুয়ারি বেলা দেড়টার দিকে নির্বাচনে জয় পরাজয় নিয়ে উপজেলার বনগাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা ও চশমা প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাৎক্ষনিকভাবে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একদল বিজিবি সদস্য সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই নির্বাচনে দুজন প্রার্থীই পরাজিত হন।

পরদিন ৬ জানুয়ারি সকাল আটটটার দিকে ৩৫-৪০জন লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বনগাবী গ্রামে থাকা আওয়ামী লীগ মনেীনীত নৌকা প্রতীকের সমর্থকদের চারটি বসতঘরের হামলা ও ভাঙচুর চালায়। এতে নৌকা প্রতীকের সমর্থকদের পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন। এ ছাড়া হামলার ঘটনায় নৌকার দুজন সমর্থক আহত হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মামলার আসামি আলা উদ্দিন শাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান তালুকদারের কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে উল্টো আমিসহ আমার লোকজনকে জড়িয়ে মিথ্যা মামলা করেছে।

ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।মামলার পর পরই অভিযান চালিয়ে চেয়ারম্যান প্রার্থী আসামি আলা উদ্দিন শাহ সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার  সকাল সোয়া ১০টার দিকে  এই ছয়জন আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT