ঢাকা (সকাল ৮:০৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশার মুক্তারপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ পেল ১০৫টি পরিবার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১০, ১০ জুন, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১০৫টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার (১০জুন) বেলা দুইটার দিকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই পল্লী বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

এ উপলক্ষ্যে মুক্তারপুর গ্রামের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর। সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT