দোকান-মার্কেট খুলে দেওয়ার দাবি
ডেক্স রিপোর্ট সোমবার ১২:১৫, ২ আগস্ট, ২০২১
আগামী ৬ আগস্ট থেকে মার্কেট এবং দোকান খুলে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গতকাল রবিবার (১ আগস্ট) এমন দাবির কথা জানায় সংগঠনটি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন,“করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে এছাড়া আর উপায় নেই। মহামারিতে সব দোকান বন্ধ। ফলে মালামাল নষ্ট হচ্ছে।”
এছাড়া, ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পরিশোধেও সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান তিনি।
হেলাল আরও বলেন,“আমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাই।”
গণপরিবহন চলাচলের অনুমতির বিষয়ে তিনি বলেন,“দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কেবল কঠোর স্বাস্থ্যবিধিই জীবন বাঁচাতে পারে। গণপরিবহন পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার পুরোপুরি সরকারের।”
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যুর কথা গতকাল রবিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৮৪৪ জনের শরীরে। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০,১৯৬ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।