ঢাকা (রাত ১০:১৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১০

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:২৪, ৭ জুলাই, ২০২২

বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে ১১০ জনের মৃত্যু হলো।

বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯২ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯৪ জন। মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে ২ জন। পানিতে ডুবে ৮৩ জন এবং বিভিন্ন কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। জেলাটিতে সোমাবর (৪ জুলাই) পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ১৮ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে ৬ জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন এবং লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT