ঢাকা (রাত ১১:২০) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলায় অভ্যন্তরীণ নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০১:৩৩, ২০ আগস্ট, ২০২২

জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে; অভ্যন্তরীণ নৌ রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম।

মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উত্তাল রয়েছে নদী। মাছ শিকারের সকল নৌযানকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

শহিদুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, নদী বন্দরে ২ নং সতর্ক সংকেত ও সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত জারি রয়েছে। উত্তাল রয়েছে স্থানীয় মেঘনা ও তেতুলীয়া নদী। এমন অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা-বরিশাল, ইলিশা-মজু চৌধুরীর হাট, তজুমদ্দিন-মনপুরাসহ সকল অভ্যন্তরীণ রুটের নৌযান ও সীট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকাল থেকে জেলার সর্বত্র বৈরি আবহাওয়া বিরাজ করছে। মাঝে মধ্যে বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT