ঢাকা (দুপুর ২:৩৬) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৬ বছর পাড়ি দিয়ে ০৭ বছরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার

অন্যান্য ২৫০৩ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার ১২:১১, ২১ অক্টোবর, ২০২০

২০ অক্টোবর ২০২০ ইং চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম প্রিয়জন সহ উক্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে আমন্ত্রণ জানানো ও চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের আশ্রয়কৃত অভিভাবকহীন অসুস্থ প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধ বাবা মাদের দেখাতে আসা সহ তাদের সাথে সময় কাটানোর জন্য আমন্ত্রন জানানো হয়।
এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করা হয় ২০১৪ সালে। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন মোট ১২৫ জন। তাদের মধ্যে শুধু বৃদ্ধ-বৃদ্ধা আছেন ৮৭ জন। শিশু ও বাক প্রতিবন্ধি আছে ১৪ জন, অবশিষ্টরা হলেন বৃদ্ধাশ্রমের কর্মচারী, তাদের সেবায় কর্মরত রয়েছেন পুরুষ,মহিলা সেবাকর্মী এবং প্রশিক্ষিত নার্স। চিকিৎসা সেবার জন্য রয়েছেন একজন অভিজ্ঞ ডাক্তার। ডাক্তার শাহরিয়ার নাজিম পার্থ (এম.বি.বি.এস) তিনি সপ্তাহে ২ দিন এই বৃদ্ধ বাবা-মা’দের চিকিৎসা সেবা প্রদান করেন। রান্নার কাজে রয়েছেন ২ জন রাঁধুনী। বৃদ্ধাশ্রম চেয়ারম্যান ও পরিচালক মিল্টন সামাদ্দার জানান, বর্তমানে আমি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহযোগিতা পেয়ে থাকি। উনারা প্রতিমাসে এখানে টাকা দিয়ে রশিদ নিয়ে যায়। প্রতিমাসে খাবারের অভাব হয়না এই বৃদ্ধাশ্রমে। অনেকে প্রতি সপ্তাহে আবার অনেকে প্রতিদিন খাবার দিয়ে যায় এই বৃদ্ধাশ্রমে। আমার স্ত্রী আমাকে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে সর্বাত্মক সহযোগিতা করেন। মিল্টন সামাদ্দার আরও জানান, একদিন আমরাও সবাই শিশু ছিলাম আর একদিন সবাই আমরাও বৃদ্ধ হব। একজন মানুষের সব থেকে অসহায়াত্তের সময় হল এই দুটি সময়। এই সময়ে পিতা মাতা সন্তান আপনজনহীন অবস্থায় শরীরের জঠিল রোগ নিয়ে রাস্তায় পরে থাকা হলো কঠিন কষ্টের, তাই এই সময়ে যেন কাউকেই পরে থাকতে না হয় রাস্তায় পরিচয়হীনভাবে। সে জন্যই চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর অসহায় অসুস্থ অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বৃদ্ধা পুনর্বাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে , ফেইসবুক শুভাকাঙ্ক্ষীদের সকলের সহযোগিতার মাধ্যমে। আপনার সামান্য স্বেচ্ছাদান সহযোগিতায় ভালো থাকবে শতাধিক অসহায় অসুস্থ অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বৃদ্ধা।
সফলতা: ১। অজ্ঞাত অভিবাবকহীন ৩৫০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় প্রদান। ২। ৭০ জনের অধিক অজ্ঞাত মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা করা। ৩। শতাধিক শিশুদের পরিবার পিতা মাতারদের খুঁজে সন্তান ফিরিয়ে দেওয়া। ৪। ১৫ জন প্রতিবন্ধী শিশুদের আশ্রয়, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা। ৫। দুই শতাধিক বৃদ্ধদের পরিবার পরিচয় ঠিকানা সন্তান খুঁজে পরিবারে ফেরত পাঠানো। ৬। ৭৫ জন দুস্থ গরীব রোগীদের চিকিৎসা শেষে বিনামূল্যে পরিবহন যাতাযাতের ব্যবস্থা করা। ৭। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ১৯০০০ দুস্থ গরীব মানুষের মাঝে খাদ্য ও ঔষধ সরবারহ করা। ৮। ২৫০০০ এর অধিক গরীব দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা। ৯। গরীব দুস্থ ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সহ নগদ অর্থ সহযোগিতা করা। ১০। ৭৫ জন শিশু নিয়ে আরবী ও কোরাআন শিক্ষার জন্য (মকতব) ব্যবস্থা করা। ১১। গরীব দুস্থ মানুষকে সাবলম্বী করে তুলতে রিক্সা ভ্যান ক্রয় করে দেয়া সহ দোকান করে দেয়া। ১২। গরীব দুস্থ পঙ্গু ব্যক্তিদের কৃত্রিম হাত, পা, হুইল চেয়ারের ব্যবস্থা করা।
প্রতিষ্ঠান কার্যক্রম চলমান রাখতে, সেবার পরিধি মান উন্নয়নের জন্য খরচ বাড়ছে। কারণ:১. এখানে থাকে প্রকৃত সন্তানহীন অভিভাবকহীন অসুস্থ অসহায় বৃদ্ধ মানুষ। (বর্তমানে ১০৩ জন শিশু ও বৃদ্ধ বৃদ্ধা রয়েছে) ২. গত ছয় বছর ধরে সততার সাথে একক ব্যক্তির উদ্দ্যোগে এবং আপনাদের সহযোগিতায় অসুস্থ বৃদ্ধদের সকল চাহিদা পূরনের সর্বাত্তক চেষ্টা করা হচ্ছে। ৩. বৃদ্ধদের জন্য গত ছয় বছর যাবৎ ভাড়া বাসায় থাকার ব্যবস্থা করা হচ্ছে, যার বর্তমান মাসিক ভাড়া আনুমানিক ২৬৫০০০/- টাকা, যার ব্যয় ভার বহন করা সত্যিকারেই কষ্ট সাধ্য। ৪. এখানে অধিকাংশ বৃদ্ধই অসুস্থ, নিজ থেকে হাটা চলাফেরা করতে এবং কোন কাজ করতেই সক্ষম নয় তাই বৃদ্ধদের পরিচর্যা করার জন্য কর্মচারীদের বেতন বর্তমান মাসিক ৩৭৬০০০/- টাকা প্রদান করতে হয়। ৫. হঠাৎ করে বৃদ্ধদের কেহ গুরুতর অসুস্থ হলে তাহার চিকিৎসা ও হাসপাতাল ব্যয়ভার সহ সুস্থ করে তুলতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়। ৬. বৃদ্ধদের শারিরীক ও মানুষিক ভাবে সুস্থ রাখতে সর্বদা মানসম্পন্ন পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন। মাসিক খাবার আনুমানিক ক্রয় মূল্য ৩২৮০০০/- টাকা। ৭. যেহেতু সকলে বৃদ্ধ ও গুরুতর অসুস্থ তাই সর্বদা অধিক মূল্যবান ওষুধ, মেডিকেল সরঞ্জাম প্রয়োজন হয়। মাসিক ওষুধ ও মেডিকেল সরঞ্জাম আনুমানিক বর্তমান ক্রয় মূল্য ৪৭৫০০০/- টাকা। ৮. বৃদ্ধরা গুরুতরভাবে অসুস্থ, ভারসাম্যহীন থাকায় তাদের পোষাক ও বিছানাপত্র সর্বদা অতি জরুরী প্রয়োজন। ৯. বৃদ্ধরা গুরুতরভাবে অসুস্থ, ভারসাম্যহীন থাকায় পায়খানা ও প্রস্বাব বিছানায় করায় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে টয়লেট্রিস খরচ মাসিক আনুমানিক ক্রয় মূল্য ৬৪০০০/- টাকা। ১০. বৃদ্ধদের সন্তান, অভিভাবক, পরিচয় না থাকায় তাদের মৃত্যুর পরে মৃত দেহের দাফন কাফন সহ সৎকার করার জন্য অধিক অর্থ ব্যয় বহন করতে হয়।
আপনারা সহযোগিতায় এগিয়ে আসলে চিকিৎসা, বাসা ভাড়া ও কর্মচারীদের বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং শতাধিক অসহায় অসুস্থ অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বিপর্যয়ে পরতে হবে না। ফেইসবুক শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ অনুগ্রহপূর্বক আপনার সামর্থ্য অনুযায়ী সাধ্যমত সহযোগিতায় এগিয়ে আসুন, আপনার সহযোগিতায় ভালো থাকাকে শতাধিক অসহায় অসুস্থ অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বৃদ্ধা।
বিস্তারিত জানতে-
মিল্টন সামাদ্দার +৮৮ ০১৬২০ ৫৫৫ ২২২,+৮৮ ০১৬২৬ ৫৫৫ ২২২
সরাসরি বৃদ্ধাশ্রম ভিজিট করুন- বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইপাড়া, কল্ল্যানপুর, মিরপুর, ঢাকা ১২১৬। (প্রত্যাশা বেকারীর পিছনে)
নগদ সহযোগিতা পাঠাতে- বিকাশ-01626555222 ব্যক্তিগত, বিকাশ-01615554444 ব্যক্তিগত, বিকাশ-01955545333 পেমেন্ট, রকেট-016155544446 ব্যক্তিগত,
ব্যাংক একাউন্ট বিস্তারিত তথ্য- Child & Old Age Care. A/C No: 15011200000044. (Premier Bank) Shamoly Branch.



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT