ঢাকা (রাত ২:৩৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ ১০ বছর পর উলিপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি Clock সোমবার ১২:১৩, ২৪ অক্টোবর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিক হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীর উদ্দিন সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান এমপি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

পরে আগামী ৩ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য  সিভি জমা নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সার্কিট হাউজে চলে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিভি যাচাই বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT