ঢাকা (সকাল ১১:৩২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দীর্ঘদেহী ‘দাউদকান্দি হিরোর’ দাম হাকা হচ্ছে ১২ লাখ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ০২:০২, ১০ জুলাই, ২০২১

আসছে কোরবানি ঈদ ঈদ উপলক্ষে পশুর হাটে উঠবে বিভিন্ন দেশিবিদেশি জাতের গরুতবে কেউ কেউ শখের বশে গরু পালন করেন আবার নামও দিয়ে থাকে নিজের পছন্দের এতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে অপরদিকে শখও পূরুণ হচ্ছেতেমনি শখের বশে গরু পালন করে তাক লাগিয়ে দিলেন এক ইউপি সদস্য

লছি,উপজেলার গোয়ালমারি ইউনিয়েনর দৌলতের কান্দি গ্রামের জীবন মেম্বারের কথা তিনি শখ করে একটি গরু পালন করছেন সাড়ে তিন বছর হয় ওজন প্রায় ২৫ মণ হবে কোরবানির আগে এই গরুটি নেওয়া হবে বিভিন্ন হাটে এরমধ্য ক্রেতারা এই গরুর দরদামও করেছেন জীবন মেম্বার বলেন, গরুটির প্রকৃত দাম পেলে আমি গরুটি বিক্রি করে দিবো

তবে এর মধ্য এই দীর্ঘকায় দাউদকান্দির হিরো নামের ২৫ মণ ওজনের ষাড় গরুটি ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে বলে জানান গরুটি রক্ষণাবেক্ষণকারী মানোয়ারা বেগম

তিনি আরও জানান, এই গরুটি আমি সাড়ে বছর যাবৎ লালন পালন করছি আমি দেশি খাবারের বাইরে কোনো খাবার খাওয়াইনিমোটাতাজাকরন কোনো ট্যাবলয়েড সেবন করানো হয়নি

জীবন মেম্বার জানান, আমি এই গরুটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটাতাজাকরন করেছিকরোনায় নিরাপদে কোরবানির জন্য যারা বড় ষাড় গরু কিনতে চান তাদেরকে এই গরুটি দেখার জন্য আহ্বান জানান তিনি




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT