ঢাকা (বিকাল ৪:৪১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে এএসপি জুয়েল রানাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:০০, ২১ ডিসেম্বর, ২০২১

মঙ্গলবার রাত ৯ টায় সদ্য বদলিজনিত কারণে বিদায়ী দাউদকান্দি সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার (এএসপি) মো.জুয়েল রানাকে দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে বিদায়ী এএসপি মো.জুয়েল রানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, মডেল থানার অফিস-ইন-চার্জ মো.নজরুল ইসলাম,পরিদর্শক(তদন্ত) মো.শফিউল আলম।

এসময় পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশ এর সৃষ্টি হয়। কর্মকর্তারা এএসপি জুয়েল রানার বিগত এক বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অগ্রণী ভূমিকা রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন।

পরে মডেল থানার পক্ষ থেকে এএসপি মো.জুয়েল রানার হাতে একটি বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গত ১৯ ডিসেম্বর পুলিশ সদরদপ্তরের এক আদেশে তাকে সিলেট বিভাগের এপিবিএন-৭ এ বদলী করা হয়।

মডেল থানা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার নাসির উদ্দীন, এসআই হারিসুল ইসলাম,এসআই আব্দুস সালাম,এসআই নাজমুল হুসেন, এসআই ইমদাদুল হক,এসআই শামীম আহমেদ, এসআই আলী আকবর,এএসআই মোবারক হোসেন,এএসআই বাবুল,এএসআই মোশারফ হোসেন, এএসআই বিপুল চন্দ্র রায়,এএসআই আনোয়ার হোসেন ও এএসআই ছোটন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT