হোসাইন মোহাম্মদ দিদার শনিবার বেলা ১২:৪৬, ২৭ জুলাই, ২০২৪
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল পৌনে বারটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বিল্লাল মজুমদার,নিজাম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক জলিল মোল্লা, খন্দকার সোহেল।
পুষ্পস্তবক অর্পণ শেষে জারীফ আলী শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক সভাপতি জিএস সুমন সরকার। বক্তব্যে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। সাম্প্রতিক সময়ে দেশে যারা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি নষ্ট করছে। মানুষের জানমালের যারা ক্ষতি সাধন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান করেন।
তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনকে পুঁজি করে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।
এছাড়াও আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মুনাজাতের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে।