দাউদকান্দিতে সাবেক ক্রীড়াবিদদের সংগঠন ‘সোনালী অতীত ‘এর পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০২:০২, ২৩ ডিসেম্বর, ২০২১
দাউদকান্দি উপজেলার সাবেক ক্রীড়াবিদদের নিয়ে সোনালী অতীত নামে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক ও বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণিত হয়ে। অবতারণা হয় এক আবেগঘন পরিবেশের, এতে অনেককেই পুরানো স্মৃতি রোমন্থন করে নষ্টালজিক হয়ে ওঠে।
বুধবার বিকালে পৌরসভার আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্স এর ইউনিলিভার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়ত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক খেলোয়াড় নাজমুল হক সরকার।
এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার বিল্লালুর রশিদ দোলন।অনুষ্ঠানে প্রয়াত সাবেক ক্রীড়াবীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সুরা ফাতেহা পাঠ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
ক্রীড়াবিদ নাজমুল সরকার এর সঞ্চালনায়, সাবেক ফুটবলার ও সোনালী অতীত সংগঠনের সভাপতি কামরুল হাসান গরীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক জাতীয় ফুটবলার একেএম ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ফুটবলার ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক ফুটবলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন,সাবেক জাতীয় দলের ফুটবলার হরে কৃষ্ণ সাহা কৃষ্ণা,সাবেক ফুটবলার মো.আব্দুল বাতেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলম।
সাবেক ফুটবলারদের মধ্যে বক্তব্য দেন,সাবেক মাঠ কাঁপানো ফুটবলার ও সোনালী অতীত সংগঠনের সাধারণ সম্পাদক পিটার চৌধুরী, সাবেক ফুটবলার সোনালী অতীত সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কৃতী ফুটবলার মো.জামাল উদ্দিন মোল্লা,সাবেক ফুটবলার প্রহল্লাদ সাহা, সাবেক ফুটবলার সনজিত সাহাসহ আরও অনেকে।