হোসাইন মোহাম্মদ দিদার বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৫, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
কুমিল্লা-১ আসনের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় আওয়ামী শাসনামলের নৌকার টিকেটে তিনবারের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও দুইবারের দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ ভূঁইয়া পরিবারের দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে গণমাধ্যম।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পৌরবাজারে জনতার মিছিল ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহীদ রিফাত শিশু পার্ক প্রদক্ষিণ করে বিএনপির উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ শেষে বক্তব্য রাখেন— পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, ছাত্রদল নেতা লিমন হোসেন, সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ, বিএনপি নেতা মামুন আহমেদসহ মহিলা দলের নেত্রীরা।